স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে মতবিনিময়

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2019, 02:05 PM
Updated : 29 April 2019, 02:05 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য কে মউদুদ ইলাহী, এমিরেটাস অধ্যাপক এম ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার মুহম্মদ আব্দুল মতিন এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট-এর পরিচালক (প্রশাসন) গাউস পিয়ারীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ডেবরা ইফ্রইমসন। তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন উন্নত দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও পড়ছে। এটা থেকে উত্তরণের উপায় ও শিক্ষার্থীদের করণীয় বিষয় তিনি তুলে ধরেন।