মঙ্গল শোভাযাত্রায় নদী বাঁচানোর ডাক জগন্নাথে

নতুন বছরের প্রথম দিন নদী রক্ষায় সচেতন হওয়ার আহ্বান এসেছে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2019, 09:30 AM
Updated : 14 April 2019, 09:30 AM

বুড়িগঙ্গার তীরে রোববার এই শোভাযাত্রায় ‘বাঁচলে নদী বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।

সদরঘাট লঞ্চ টার্মিনাল, ওয়াইজ ঘাট ও আহসান মঞ্জিল এলাকা ঘুরে এই শোভাযাত্রা আবার ক্যাম্পাসে এসেই শেষ হয়।

এবারের শোভাযাত্রায় মুখোশের পরিবর্তে মাছের প্রতিকৃতি তুলে ধরা হয়। এছাড়া শুশুক, বজরা, ডিঙ্গি, ময়ূরপঙ্খী নৌকাসহ নদী সংশ্লিষ্ট নানা বিষয়ের প্রতীকী উপস্থানা দেখা যায় হাতে হাতে।   

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন এ শোভাযাত্রায় অংশ নেয়।

বর্ষবরণ উপলক্ষে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কবিতা, সংগীত, নৃত্য ও অভিনয়ে নদীকেন্দ্রীক ঐতিহ্য তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচতলায় চলছে ‘প্রকাশনা প্রদর্শনী’। পান্তা ইলিশ ও পিঠা উৎসবের পাশাপাশি নানা আয়োজনে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ নিয়ে এসেছে নতুন বছরের প্রথম দিনটি।