সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা-মোমেন

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে সেলিনা হোসেন ও আবুল মোমেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2019, 12:25 PM
Updated : 10 March 2019, 12:25 PM

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানিকভাবে তাদের হাতে ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ২০১৮’ তুলে দেওয়া হবে।

সৃজনশীল সাহিত্যে কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং মননশীল সাহিত্যে প্রাবন্ধিক আবুল মোমেনকে এই পুরস্কার দেয়া হয়।

এছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে প্রদান করা হয় আজীবন সম্মাননা পদক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং বাংলা একডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ নুরুল হুদা, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক এবং শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।