ইরাসমাস প্লাস বৃত্তি পেয়ে ইউরোপে আইইউবির চার শিক্ষার্থী

ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস বৃত্তি পেয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি)  চার শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2019, 01:53 PM
Updated : 6 March 2019, 01:53 PM

এই বৃত্তির ফলে শিক্ষার্থীরা আগামী সেমিস্টার থেকে ইউরোপের স্লোভেনিয়ার ইউনিভার্সিটি অব মারিবোর (ইউএম) এ পড়াশোনার সুযোগ পাচ্ছেন বলে আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রায় সাড়ে তিনশ আবেদনকারীর মধ্য থেকে এই চারজনকে বৃত্তির জন্য বেছে নেওয়া হয়েছে।

ইরাসমাস প্লাস ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি বৃত্তি ব্যবস্থা।

চার শিক্ষার্থীর মধ্যে আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্কুর দত্ত ও সামিরা ফাইরুজ আহমেদ ইউএম’র ফ্যাকাল্টি অব ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সে লেখাপড়ার সুযোগ পেয়েছে।

এছাড়া ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ সরকার ইউএম’র ফ্যাকাল্টি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস এবং ইংলিশ লিটারেচারের শিক্ষার্থী জাহানারা তারিক বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অব আর্টসে লেখাপড়ার যোগ্যতা অর্জন করেছে।

বৃত্তি পাওয়া চার শিক্ষার্থী ইউনিভার্সিটি অব মারিবোর-এ যেসব কোর্সে অংশগ্রহণ করছে সেই একই পাঠ্যসূচি আইইউবিতে অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।