আইইউবিতে ভূ-রাজনীতি নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) চীন সাগর কেন্দ্রিক ভূ-রাজনীতি নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2019, 12:39 PM
Updated : 29 Jan 2019, 12:39 PM

‘জিওপলিটিক্স অব দ্য সাউথ চায়না সি ইন দ্য কামিং ডিকেডস’ শীর্ষক বইটি লিখেছেন আইইউবির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আমিনুল করিম।

রাজধানীর বসুন্ধরায় আইইউবির অডিটোরিয়ামে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন ও আইইউবি’র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ইমতিয়াজ এ হুসেইন বইয়ের উপর আলোচনা করেন।

ইমতিয়াজ হুসেইন বলেন, “চীন এবং তার আশপাশের দেশগুলোকে কেন্দ্র করে বৈশ্বিক ক্ষমতার পালাবদল লক্ষ্য করা যাচ্ছে। তবে এই পালাবদলে সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতি বড় ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান তৌহিদ সামাদ ও আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান বক্তব্য দেন।