মেধাবীদের সংবর্ধনা দিল এডেক্সেল ও ব্রিটিশ কাউন্সিল

জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন-জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৬৮৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল এবং এডেক্সেল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2019, 01:54 PM
Updated : 27 Jan 2019, 01:55 PM

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আয়োজনে ২০১৮ সালে অনুষ্ঠিত দুই পরীক্ষায় অংশ নিয়েছিল এই শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কৃতিত্বের সনদ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কনবার হোসেন বোর, ব্রিটিশ কাউন্সিলের উপ-পরিচালক অ্যান্ড্রু নিউটন, পিয়ারসন যুক্তরাজ্যের পোর্টফোলিও ম্যানেজার বেন গ্রেসন।

অনুষ্ঠানে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এ কৃতিত্ব শুধু শিক্ষার্থীদের একার না; শিক্ষক এবং পরিবারেরও।”

মন্ত্রী শিক্ষার্থীদের কাছে জানতে চান, উচ্চ শিক্ষার্থে কজন শিক্ষার্থী দেশের বাইরে পড়তে যেতে চায়।

অধিকাংশ শিক্ষার্থী হাত তুলে তাতে সায় জানালে নওফেল তাদের উদ্দেশ্যে বলেন, “আমি আশা করব, অনেকেই তোমরা দেশেই পড়াশোনা শেষ করবে। তবে আমি এটাও বলবো যে, বর্হিবিশ্বে নিজের দেশকে তুলে ধরবে। মনে রাখবে, তোমরাই দেশের ভবিষ্যৎ।”

এডেক্সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর সারা বিশ্বে বাংলাদেশিদের মধ্যে ৩৭ জন শিক্ষার্থী ভিন্ন ভিন্ন বিষয়ে সর্বাধিক নাম্বার পেয়েছে।

অনুষ্ঠানে জিসিএসই পরীক্ষার  ৫৭২ জন এবং এ লেভেলের ৮০ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। 

বেশকজন শিক্ষার্থী জিসিএসই পরীক্ষায় ১১টি বিষয়েও ‘এ’ গ্রেড এবং এ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে ‘এ’ গ্রেড পেয়েছে।

এডেক্সেল পিয়ারসনের সর্ববৃহৎ শিক্ষাবিষয়ক ব্র্যান্ড।