জাপানে চাকরি পেলেন ১৩ আইইউবি গ্রাজুয়েট

জাপানে চাকরির সুযোগ পেয়েছেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩ জন গ্রাজুয়েট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2019, 01:13 PM
Updated : 9 Jan 2019, 01:13 PM

সরাসরি পরীক্ষার মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীকে চাকরির জন্য নিয়োগ দেয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জাপানের ভেনচুরাস লিমিটেড এবং হিউম্যান রিসোসা কোম্পানি লিমিটেড আইইউবি ক্যাম্পাসে সরাসরি নিয়োগ পরীক্ষার আয়োজন করে। এতে ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তাদের মধ্য থেকে ৬ জনকে পরীক্ষা শেষে তাৎক্ষণিক নিয়োগপত্র দেয়া হয়। অনলাইনে আরেকটি পরীক্ষা শেষে নিয়োগপত্র দেয়া হয় আরও ৭ জন গ্রাজুয়েটকে।

সম্প্রতি আইইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘জাপানে চাকরি এবং বসবাস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন আয়োজন করে। এর উদ্বোধন করেন বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার।

সেমিনারে অংশ নেন জাপানের ভেনচুরাস লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী উরিকো উতা,জাপানের হিউম্যান রিসোসা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট নাওকি ইরি এবং জিআইটি ডিভিশনের প্রজেক্ট ম্যানেজার তোসিকি মাতসুবুরা।