এসডিজির চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে ইউল্যাবে সম্মেলন

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2018, 12:22 PM
Updated : 22 Oct 2018, 12:22 PM

সম্প্রতি ইউল্যাবের সেন্টার ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (সিএসডি) আয়োজিত ‘থার্ড অ্যানুয়াল কনফারেন্স অন সাস্টেইন্যাবল ডিভেলপমেন্ট ২০১৮’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী, ইউল্যাবের উপাচার্য এইচ এম জহিরুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক সুলতান আহমেদ, ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেক্টর খুরশীদ আলম, লন্ডনের গ্রেসহ্যাম কলেজের পরিবেশ বিষয়ক বিভাগের অধ্যাপক ক্যারোলিন রবার্টস, সেন্টার ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্টের (সিএসডি) পরিচালক সামিয়া সেলিম অংশ নেন।