ইউল্যাবে তিন দিনের বই মেলা

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ আয়োজন করেছে তিন দিনব্যাপী বই মেলা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 02:15 PM
Updated : 14 Oct 2018, 02:16 PM

রোববার ঢাকার ধানমণ্ডিতে ইউনিভার্সিটি লবিতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ‘ইউল্যাব বইমেলা-২০১৮’ উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে তিনি বইমেলা নিয়ে ইউল্যাব মিলনায়তনে এক আলোচনা সভায় বলেন, “ছাপার বই হোক আর ইন্টারনেটের বই হোক, মানুষ যেন বই পড়ে। কারণ বইয়ের মধ্য দিয়ে হাজার হাজার বছরের ইতিহাস আমরা পাই, হাজার হাজার মানুষের কণ্ঠস্বর শুনি এবং আমাদের জীবনের যত আবেগ তার পরিচয় পাই, আমাদের অভিজ্ঞতার জগত সুন্দর হয় এবং আমরা এর মধ্য দিয়ে জীবনে আনন্দের খোঁজ পাই।”

মেলায় বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেড, বুকওয়ার্ম, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), নিমফিয়া পাবলিকেশন, প্রথমা, বেঙ্গল লাইটস, কাগজ প্রকাশনী, সাহিত্য প্রকাশ, দিব্য প্রকাশ, অন্য প্রকাশ/পূর্ব-পশ্চিম, আগামী প্রকাশনী, ইউল্যাব পাবলিকেশন্স, রকমারি ডটকম ও টইটুম্বুরসহ মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।