ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী মঙ্গলবার থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2018, 10:16 AM
Updated : 23 Sept 2018, 10:16 AM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর বেলা ২টায় উপাচার্য মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন। 

অপরাজেয় বাংলা

ঠিক একমাস পর ২৫ অক্টোবর এই আবেদন প্রক্রিয়া শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিস্তারিত তথ্য http://7college.du.ac.bd/ ওয়েবসাইটে জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।