মাদক প্রতিরোধে যুব সমাজের ভূমিকা নিয়ে  আলোচনা

ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বুধবার ‘মাদক প্রতিরোধে যুব সমাজের  ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2018, 06:55 PM
Updated : 19 Sept 2018, 06:55 PM

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যেগে ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে নুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির তামাকবিরোধী রির্সাচ সেলের সভাপতি এবং সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মাইনুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মাদকবিরোধী সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান শামীম পাটোয়ারী।

আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এ কে এম মোহসীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ঢাকা বিভাগীয় প্রধান) ফজলুর রহমান, মাদক বিরোধী সংগঠন চেতনার নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী কমিটির সভাপতি অধ্যাপক সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের মূল বিষয় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সচিত্র তথ্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ।