জগন্নাথের ডে কেয়ার সেন্টারে শিক্ষার্থীদেরও সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পর এবার অধ্যয়নরত শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারে তাদের সন্তান রাখতে পারবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 03:26 PM
Updated : 22 July 2018, 03:26 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। 

শিক্ষার্থীরা ছুটির দিন ছাড়া অন্যান্য দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের সন্তানদের ডে-কেয়ার সেন্টারে রাখতে পারবেন।

এই ডে-কেয়ার সেন্টারে  শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন এবং প্রি-স্কুল  সুবিধাসহ সব ধরনের সুবিধা রয়েছে।

এখানে ১ বছর থেকে ২ বছর বয়সী শিশুদের জন্য মাসিক দুই হাজার ৫০০ টাকা এবং ২ বছর থেকে ৫ বছরের শিশুদের জন্য মাসিক এক হাজার ৫০০ টাকা সার্ভিজ চার্জ দিতে হয়।