ঢাবির ২২৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গ ও পরীক্ষায় অনিয়মে জড়িত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সাত কলেজের মোট ২২৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে 'বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ'।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 06:13 PM
Updated : 11 June 2018, 06:13 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে শৃঙ্খলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপাচার্য বলেন, “শৃঙ্খলাবিরোধী কাজ করায় এবং পরীক্ষায় নকল করায় বিশাল সংখ্যক এই শিক্ষার্থীদের নানা মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে শৃঙ্খলা পরিষদ।”

শৃঙ্খলা পরিষদের সুপারিশকৃত এই শাস্তির প্রেক্ষিতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।