ঢাবির বঙ্গবন্ধু হলে পরিচ্ছন্নতা কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের সহায়তায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে হল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2017, 02:04 PM
Updated : 4 Dec 2017, 02:04 PM

সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিচালিত এই কর্মসূচির উদ্বোধন হল প্রাধ্যক্ষ মফিজুর রহমান।

তিনি ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হলের আশপাশের এলাকা পরিষ্কার করেন।

মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবাইকে সচেতন করার জন্যই এ উদ্যোগ নিয়েছি। এজন্য হলের ছাত্রদের নিয়ে একটি ‘হল সার্ভিস ভলান্টিয়ার টিম’ গঠন করেছি। একবছর যারা এই টিমের সাথে যুক্ত থাকবে হল প্রশাসন থেকে আমরা তাদের সার্টিফিকেট দেব এবং বছর শেষে সেরা ভলান্টিয়ারদের পুরস্কার দেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন ও সাধারণ সম্পাদক আল-আমিন রহমান ও অন্যান্য নেতাকর্মীরা।

কেউ ছাত্রলীগ করুক বা না করুক পরিচ্ছন্নতা কার্যক্রমে সবারই আসা উচিত উল্লেখ করে আল-আমিন বলেন, “হল তো আমাদেরই, সুতরাং হলকে পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের।”