ছয় মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্র ইউনিয়নের

শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ডাকসুসহ সব ছাত্র সংসদের নির্বাচন ছয় মাসের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 02:08 PM
Updated : 16 Oct 2017, 02:08 PM

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক লিটন নন্দী।

একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে ছাত্র ইউনিয়ন।

সমাবেশে লিটন নন্দী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে । হাই কোর্ট ছয় মাসের মধ্যে নির্বাচনের যে কথা বলেছে, এই নির্বাচনের জন্য তিন মাসের মধ্যে তফসিল ঘোণষণা করতে হবে। একই সঙ্গে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি।”

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সেনগুপ্ত বলেন, “বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি, কারিগরী, শিক্ষক সভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু যাদের জন্য এই আয়োজন সেই ছাত্রদের নির্বাচন হয় না বছরের পর বছর ধরে।

“তাই আজ যখন হাই কোর্টের রুল হয়েছে সিনেট পূর্ণাঙ্গ করে উপাচার্য নির্বাচন করার জন্য, তখন ছাত্রদের ব্যতিরেকে সিনেট নির্বাচন চলবে না”