কেরাণীগঞ্জে ২০০ একর জমি পাচ্ছে জগন্নাথ

পূর্ণাঙ্গ ক্যাম্পাস প্রতিষ্ঠায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেরাণীগঞ্জে ২০০ একর জমি বরাদ্ধ দিয়েছে সরকার। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 08:30 PM
Updated : 13 August 2017, 08:30 PM

দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মৌজায় বিশ্ববিদ্যালয়টি এ জমি পাবে বলে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।  

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জন্য এর আগে কেরানীগঞ্জের বাঘৈর মৌজায় ৫০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনটি বাতিল করে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মৌজায় কমবেশি ২০০ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনে রাজি হয়েছে সরকার।

অধিগ্রহণের জন্য অনুমোদন দেওয়া ২০০ একর জমির দাগ নম্বরও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

নতুন করে বরাদ্দ দেওয়া এ জমি পেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে যে ধরনের অবকাঠামো দরকার তা নির্মাণ করা হবে- বলেছেন উপাচার্য মীজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন জেলা প্রশাসকের সাহায্যে এসব জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর ও পরচা বের করে অধিগ্রণের বাদবাকি কাজ শেষ করতে হবে।