ঢাবিতে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার রাখতে সপ্তাহব্যাপী ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 01:00 PM
Updated : 13 April 2017, 05:46 AM

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অতিথি হিসেবে এই কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

‘চল গড়ি জীবাণুমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসিআইয়ের ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন এই আয়োজন করে। ক্যাম্পাসকে পরিষ্কার পরিছন্ন রাখাতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনা তৈরি এই ক্যাম্পাইনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় থেকে একটি র‌্যালি বের করে স্মৃতি চিরন্তন হয়ে টিএসসির রাজু ভাস্কর্য গিয়ে শেষ হয়।

উপাচার্যের নেতৃত্বে র‌্যালিতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।