এর আগে কপ-২৯ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে ‘প্রবাসী লাউঞ্জ’ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।
Published : 15 Nov 2024, 12:07 AM
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। পরে তিনি বিমানবন্দরে যাত্রীদের জন্য বিশেষ ‘ওয়েটিং লাউঞ্জ’ উদ্বোধন করেন।
গত সোমবার জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে যান মুহাম্মদ ইউনূস। সেদিন যাবার পথে তিনি বিমানবন্দরে ‘প্রবাসী লাউঞ্জ’ উদ্বোধন করেন।
এবার দেশে ফিরে বিমানবন্দরে ‘ওয়েটিং লাউঞ্জ’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, “যাবার পথে আমি আরেকটি লাউঞ্জ উদ্বোধন করে গেছিলাম প্রবাসীদের জন্য। যেহেতু প্রবাসীরা যারা যায়, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, এটা তাদের বাসস্থান না, এখানে তারা অসহায় বোধ করে।
“আমরা কার কাছে যাব, কোথায় যাব, কারা আমার কথা শুনবে…। সেজন্য তারা এক জায়গায় বসতে পারবে, আমরাও তাদের সমস্যার কথা শুনতে পারব। সে উদ্দেশে এটা (প্রবাসী লাউঞ্জ) আসিফ নজরুল সাহেবের মাথায় এল, বিমানবন্দরে একটা লাউঞ্জ তৈরি করা।”
তিনি বলেন, “তো তখন উনি (আসিফ নজরুল) বললেন, এটা বিমানবন্দরের ভেতরে করা…, বাইরে যারা আছেন, বাইরের যারা আসেন, তখন তারা কোথায় যাবে, কী করবে, সেটা বুঝতে পারি। বিশেষ করে একেকজন একেক সময়ে আসে, বসে থাকে, কখন প্লেন ছাড়বে। পরিবারের সদস্যরা আসবে, কাজেই সেজন্য আলাদা একটা ব্যবস্থা করা। এটা হল যাত্রা শুরু। এটা করতে গিয়ে নতুন নতুন প্রশ্ন আসবে। আপনারাও প্রস্তাব দিয়েন, মতামত দিয়েন।”
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ওয়েটিং লাউঞ্জে রয়েছে ওয়েটিং এরিয়া, শিশুর যত্নের ঘর, নরী-পুরুষ উভয়ের প্রার্থনার স্থান, কিডস জোন এবং ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন সুবিধা। এ লাউঞ্জ বাংলাদেশের প্রবাসী যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে।
দেশের বিভিন্ন এলাকা থেকে ফ্লাইটের জন্য আগেভাগে বিমানবন্দরে আসা ব্যক্তি ও তাদের পরিচিতদের সেবার জন্য ওয়েটিং লাউঞ্জ তৈরি করার কথা বলেছে বেবিচক।
ওয়েটিং লাউঞ্জ উদ্বোধনের সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।