জিপি গ্রাহকদের জন্য বিনামূল্যে উইকিপিডিয়া

গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে সম্পূর্ণ বিনা খরচে বিশ্বের বৃহত্তম অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া ব্যবহার করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2013, 10:32 AM
Updated : 17 Dec 2013, 10:32 AM

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অফার আগামী তিন মাস বহাল থাকবে বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রামীণফোনের যেকোনো গ্রাহক অপেরা মিনির মাধ্যমে কোন ডাটাচার্জ ছাড়াই zero.wikipedia.org ব্রাউজ করতে পারবেন। আর অপেরা মিনি ব্যবহারকারীরা উইকিপিডিয়াতে দ্রুত প্রবেশের জন্য কুইক ডায়াল সুবিধা পাবেন।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় উইকিপিডিয়া জিরো কর্মসূচির আতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। উম্মুক্ত জ্ঞানাধারে প্রবেশ সহজ করাই এই কর্মসূচির উদ্দেশ্য বলে জানায় গ্রামীণফোন।