আকাশে উড়লো নভোএয়ার

যাত্রা শুরু করলো দেশের নুতন বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

আশিক হোসেন নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2013, 02:46 AM
Updated : 9 Jan 2013, 03:21 AM

বুধবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-চট্রগ্রাম রুটে নভোএয়ারের ফ্লাইট উদ্বোধন করেন বিমানমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রী বলেন, “দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে আভ্যন্তরিক ও আন্তর্জাতিক রুটে বিমান ব্যাবসার চাহিদা বাড়ছে। আমি আশা করবো নতুন এ বিমান সংস্থাটি গুরুত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।”

দেশের আভ্যন্তরিন রুটের যাত্রীদের জন্য টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য নভোএয়ার কর্তৃপক্ষকে অনুরোধ জানান মন্ত্রী।

সরকারের পক্ষ থেকে বেসরকারি উদ্যোগকে সব রকম সহযোগিতা দেয়ার আশ্বাস দেন তিনি।

নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মফিজুর রহমান বলেন, “যাত্রীদের আরাম ও নিরাপদ ভ্রমনের জন্য আমরা ব্রাজিলের নির্মাতা প্রতিষ্ঠান এমবেরারের ৪৯ আসনের ইএমবি-১৪৫ মডেলের দুটি উড়োজাহাজ এনেছি।”

“শুরুতে প্রতিদিন ঢাকা থেকে চট্রগ্রামে ৪টি, কক্সবাজার ১টি ও যশোরে ১টি ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া খুব শিগগিরই ঢাকা থেকে সিলেটে ফ্লাইট শুরু হবে।”

পর্যয়ক্রমে বরিশাল, রাজশাহী এবং সৈয়দপুরেও ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানান  নভোএয়ায়ের ব্যাবস্থাপনা পরিচালক।

যাত্রীরা নভোএয়ারের ওয়েবসাইট থেকে অনলাইনেও করে টিকেট কিনতে পারবেন বলে তিনি জানান।

ফ্লাইট পরিচালনার জন্য নভোএয়ারে ১২ জন বাংলাদেশি ও ৬ জন বিদেশি বৈমানিককে নিয়োগ দেওয়া হয়েছে।