আরো দুটি জাহাজ জার্মানিতে পাঠাচ্ছে ওয়েস্টার্ন মেরিন

নির্মাণ কাজ শেষে জার্মান প্রতিষ্ঠান গ্রোনা শিপিংকে আরো দুটি জাহাজ সরবরাহ করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2011, 10:48 AM
Updated : 28 Sept 2011, 10:48 AM
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণ কাজ শেষে জার্মান প্রতিষ্ঠান গ্রোনা শিপিংকে আরো দুটি জাহাজ সরবরাহ করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
দেশীয় জাহাজ প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান এর আগে চারটি জাহাজ গ্রোনা শিপিংকে সরবরাহ করেছে। জাহাজ রপ্তানি করছে নারায়ণগঞ্জের আনন্দ শিপইয়ার্ডও।
সা¤প্রতিক দিনগুলোতে জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি উদীয়মান খাত হিসেবে বিবেচিত হচ্ছে।
বুধবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমএস টাইড ও এমএস ওয়েব নামের নতুন নির্মিত জাহাজ দুটি বৃহস্পতিবার জার্মানির উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে। সেখানে পৌঁছানোর পর ক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটি গ্রহণ করবে।
এ বিষয়ে গ্রোনা শিপিংয়ের কাছে ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেছে ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী গ্রোনা শিপিংকে মোট ৮টি জাহাজ সরবরাহ করবে তারা।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্রেতা প্রতিষ্ঠান জাহাজ দুটির গুণগত মান নিয়ে সন্তুষ্ট।"
প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, "এ সাফল্য আমাদের আরো আন্তর্জাতিক কাজ পেতে সহযোগিতা করবে।"
দেশি-বিদেশি ক্রেতাদের জন্য ওয়েস্টার্ন মেরিন আরো ২৬টি জাহাজ তৈরি করছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/২২৪০ ঘ.