বিএলএমইএ'র এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ লেবেল ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিএলএমইএ) বার্ষিক সাধারণ সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 00:44 AM
Updated : 17 July 2011, 00:44 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লেবেল ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিএলএমইএ) বার্ষিক সাধারণ সভা হয়েছে।
বৃহস্পতিবার গুলশানের লেকশোর হোটেলে এজিএম হয় বলে রপ্তানিমুখী শিল্প মালিকদের সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় লেবেল শিল্পের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া সমিতির বার্ষিক নিরীক্ষিত হিসাব প্রতিবেদন গৃহীত হয়।
বিএলএমইএ সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সমিতির নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৩৬ ঘ.