ট্রেনে চড়ে ঢাকায় এল হাজার গরু-ছাগল

কোরবানির ঈদের জন্য ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে করে জামালপুর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় এক হাজার গরু ও ছাগল ঢাকায় নিয়ে এসেছে বাংলাদেশ রেলওয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2022, 10:47 AM
Updated : 7 July 2022, 12:49 PM

বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেনে করে কোরবানির জন্য গরু-ছাগল রাজধানীতে আনা হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ‘ক্যাটল স্পেশাল’ প্রথম ট্রেনটি ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় ঢাকায় পৌঁছায়। 

আর দ্বিতীয় ট্রেনটি দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর বাজার থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে ঢাকায় পৌঁছায়। 

জামালপুর থেকে দুই ট্রেনে ৮০০টি গরু ঢাকায় পৌঁছে দিয়ে মোট ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা ভাড়া  পাওয়ার কথা জানিয়েছে রেল মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ও বড়াল ব্রিজ থেকে ৩৬টি গরু ও ১৬০টি খাসি নিয়ে রওনা হয়ে ঢাকায় পৌঁছায় বৃহস্পতিবার সকাল ৭টায়। এই ট্রেন থেকে পশু পরিবহনের ভাড়া বাবদ পাওয়া গেছে ৪২ হাজার ১২০ টাকা।

গত ২২ জুন রেলভবনে এক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর থেকে ঢাকায় কোরবানির পশু আনতে ঈদ স্পেশাল ‘ক্যাটল ট্রেন’ পরিচালনার কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।