সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

গত বছরের আয়-ব্যয়ের হিসাবে ঘোষিত ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 02:45 PM
Updated : 6 July 2022, 02:45 PM

বুধবার এসআইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারচুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২১ সালের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

এসআইবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে এজিমে উপস্থিত ছিলেন পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকরা।

ভার্চুয়াল এই সভায় শেয়ারহোল্ডারগণ ব্যাংকের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন পরামর্শ দেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) মো. নাজমুল আহসান, এফসিএস।