গাবতলী হাটে ইসলামী ব্যাংকের স্মার্ট বুথ চালু

‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে গাবতলী গরুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2022, 01:47 PM
Updated : 6 July 2022, 01:47 PM

বুধবার ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বুথে নগদ টাকা জমা, পিওএস মেশিনের মাধ্যমে পশুর দাম ও হাসিলের টাকা পরিশোধ, এটিএম সেবা, অনলাইন লেনদেন, এমক্যাশ একাউন্ট খোলা ও এজেন্ট ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।

সোমবার ইসলামী ব্যাংকের এই স্মার্ট বুথ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক, উপপরিচালক সালাহউদ্দীন মাহমুদ এবং ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী সহসভাপতি আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দীন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনজুরুল হক, সহসভাপতি নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।