চামড়া ব্যবস্থাপনা তদারকে বাণিজ্য মন্ত্রণালয়

কোরবানির ঈদ উপলক্ষে কাঁচা চামড়ার সংরক্ষণ, বেচাকেনা, পরিবহনসহ সার্বিক ব্যবস্থাপনা তদারকি করার জন্য দপ্তর, অধিদপ্তর ও সংস্থার সমন্বয়ে গঠিত মনিটরিং টিমগুলোর জন্য ৭টি গাড়ি বরাদ্দ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 05:00 PM
Updated : 5 July 2022, 05:00 PM

ঈদের দিন থেকে পরবর্তী পাঁচ দিন চামড়া ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবে মনিটরিং টিমের সদস্যরা।

মঙ্গলবার মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে প্রকাশ করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশের তথ্য অনুযায়ী, রপ্তানি উন্নয়ন ব্যুরো দুইটি, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, বিজনেজ প্রমোশন কাউন্সিল একটি করে গাড়ি পাবে।

মনিটরিং কমিটিকে ৬ জুলাইয়ের মধ্যে ঈদের দিনসহ পাঁচ দিন চালক ও তেলসহ গাড়ি সুবিধা বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয় চিঠিতে।