মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ

মোবাইল ব্যাংকিংয়ের হিসাব থেকে যে কোনো ব্যাংক হিসাবে এখন দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা পাঠানো যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2022, 03:00 PM
Updated : 6 July 2022, 04:30 AM

অর্থ স্থানান্তরের এই সীমা মঙ্গলবার বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে মোবাইল ব্যাংক হিসাব থেকে ব্যাংক হিসাবে টাকা স্থানান্তরের কোনো সীমা বেঁধে দেওয়া ছিল না।

এতদিন শুধু ব্যাংক হিসাব থেকে মোবাইলে ক্যাশ ইন করার সীমা নির্ধারণ করা ছিল। তা কার্ডের বেলায়ও প্রযোজ্য ছিল।

নতুন সিদ্ধান্তের ফলে বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশের মতো এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর গ্রাহকরা যে কোনো ব্যাংক হিসাবে (নিজের বা অন্যের) দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারবেন।

দৈনিক ও মাসিক হিসাবে লেনদেনের সীমা নির্ধারণ করে দেওয়া হলেও লেনদেন সংখ্যা অনির্দিষ্টই রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৈনিক ৫০ হাজার ও মাসভিত্তিতে ৩ লাখ টাকা পাঠানো যাবে এমএফএস একাউন্ট থেকে ব্যাংকে।

এর আগে গত ২৫ এপ্রিল এক নির্দেশনায় বলা হয়েছিল, ‘‘এমএফএস হিসাবে ক্যাশইন করতে ব্যাংক ও কার্ডের মাধ্যমে দৈনিক ৫০ হাজার ও মাসিক ৩ লাখ টাকা লেনদেন করা যাবে।”

তখন শুধু ব্যাংক ও কার্ড থেকে মোবাইল হিসাবে টাকা স্থানান্তরের বিষয়টি র্নিধারণ করে দেওয়া ছিল। সেই সিদ্ধান্তটিও বহাল থাকছে।

ফলে এখন মোবাইল থেকে ব্যাংক হিসাবে দৈনিক ৫০ হাজার টাকা স্থানান্তর করতে যেমন পারবেন, তেমনি ব্যাংক হিসাব থেকেও দৈনিক ৫০ হাজার টাকা মোবাইল হিসাব থেকে আনতে পারবেন গ্রাহক।

একই নীতি অনুসরণ করা হবে মাসিক লেনদেনের ক্ষেত্রেও।

মোবাইল হিসাবের মাধ্যমে লেনদেন করতে অন্যান্য নির্দেশনায় কোনো পরিবর্তন আনেনি কেন্দ্রীয় ব্যাংক।