আইডিএলসির আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় রেকিট বেনকিজারে মানব সম্পদ পরিচালকের দায়িত্ব পালন করেছেন আফরিন হুদা।
রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত ঢাকা থেকে সৈয়দপুর, যশোর, বরিশাল ও রাজশাহীর পথে অতিরিক্ত এসব ফ্লাইট চলবে। এসময় দেশের সব রুটে বিমান সপ্তাহে যে ৯৫টি ফ্লাইট পরিচালনা করে আসছে সেগুলোও নিয়মানুযায়ী চলবে।
সোমবার বিমানের জনসংযোগ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর কতা জানানো হয়।
অতিরিক্ত এসব ফ্লাইটের মধ্যে সৈয়দপুর রুটে নয়টি, যশোর রুটে আটটি, বরিশাল রুটে ছয়টি এবং রাজশাহী রুটে ছয়টি ফ্লাইট চালানো হবে।
টিকেটের জন্য যাত্রীদের বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com, কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও অনুমোদিত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।