ট্রেন টিকেটে ‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক

রেলওয়ের অফিসিয়াল সাইট অথবা ‘রেলসেবা’ অ্যাপ থেকে টিকেট কিনে ‘নগদ’ এ টাকা পরিশোধ করলে মিলছে ১০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2022, 06:11 PM
Updated : 2 July 2022, 06:11 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’।

সম্প্রতি রেলওয়ের টিকেটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবসাইট কিংবা ‘রেলসেবা’ অ্যাপ থেকে টিকেট কিনে ‘নগদ’ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করলে যাত্রীরা পাবেন ১০ শতাংশ বা ৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

“তাৎক্ষণিক ক্যাশব্যাকের এই অফারটি চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।”

‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, “ঈদে ঘরমুখো মানুষের জন্য ‘নগদ’ এর এই অফার ট্রেনের টিকেট কাটার ক্ষেত্রে অনেকটা স্বস্তি দেবে। এভাবে ‘নগদ’ হয়ে উঠছে সবার ওয়ালেট, জাতীয় ওয়ালেট।”