ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে অনুদান গ্রহণ করেন তার মুখ্য সচিব আহমদ কায়কাউস।
তার হাতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুদানের চেক তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।