ঢাকায় ভারতীয় পণ্য-সেবার প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 09:49 PM BdST Updated: 23 Jun 2022 09:49 PM BdST
-
ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার বেস্ট অব ইন্ডিয়া এক্সপোতে ভারতের বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের স্টল। ছবি: মাহমুদ জামান অভি
ভারতীয় পণ্য ও পরিষেবার প্রচার ও প্রদর্শনীর জন্য ঢাকায় শুরু হয়েছে তিন দিনের ‘বেস্ট অব ইন্ডিয়া এক্সপো ২০২২’।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
বাণিজ্যে বাধা দূর করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “এটা খুবই দুঃখের বিষয়, যখন বিশ্ব ব্যাংকের গবেষণায় উঠে আসে যে, জার্মানিতে রপ্তানি করার চেয়ে বাংলাদেশ-ভারত নিজেদের মধ্যে রপ্তানি করা কঠিন। অথচ এটা খুব সহজে সমাধান করা যায়।
“আমাদের দুদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে খুব চমৎকার সম্পর্ক, আর আমাদের এই সুযোগ হারানো উচিত হবে না।”
সালমান রহমান বলেন, “আমরা ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার বিষয়ে কাজ করছি। যখন এটা অর্জন হবে, তখন এটা আমাদের ব্যবসায় ও বিনিয়োগের সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখবে।”
ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বাধার কথা বলতে গিয়ে বিশ্ব ব্যাংকের ওই গবেষণার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের গবেষণায় এসেছে, বাংলাদেশ ও ভারত থেকে জার্মানিতে রপ্তানি করা যতটা না ব্যয়বহুল, তার চেয়ে ব্যয়বহুল নিজেদের মধ্যে রপ্তানি করা। এ ধরনের অপ্রয়োজনীয় রেগুলেশন রাখার কোনো মানে হয় না।
“বিশ্ব ব্যাংকের সেই গবেষণাই বলছে, আমরা যদি দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করি এবং লজিস্টিকসকে সহজ করি, তাহলে ভারতে বাংলাদেশের রপ্তানি ২৯৭% বাড়তে পারে। বাংলাদেশের জাতীয় আয় ১৭% বাড়তে পারে। আর ভারতের জাতীয় আয় ৯% বাড়বে। সমৃদ্ধির সুযোগ আমাদের হাতের মুঠোয় আছে, যদি আমরা কিছু জিনিসকে সঠিক পথে চালিত করতে পারি।”
গত এক বছরে ভারত-বাংলাদেশের বাণিজ্য ১৮ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার কথা তুলে ধরে দোরাইস্বামী বলেন, “প্রায় দেড়শ কোটি মানুষ বসববাস করে এ এলাকায়, এটা পৃথিবীর অন্যতম বড় বাজার। আবার একই ধরনের পণ্যের চাহিদা ও ঐতিহ্যের সাদৃশ্য থাকায় পণ্যের বিষয় একে অপরের কাছে তুলে ধরা সহজ।
“পৃথিবীর অন্যতম বড় বাজারের এই সুবিধা কাজে লাগানোর জন্য ব্যবসা প্রক্রিয়াকে সহজ করতে হবে। ট্রেড বাড়লেও ব্যবসা একেবারে সহজ হয়েছে, এটা বলা যাবে না।”
তিনি বলেন, “তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, গত এক দশকে, বিশেষ করে গত সাত বছরে, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক এ অঞ্চলের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। এটাকে আমরা সোনালী অধ্যায় বলে থাকি।”
ভারতের বড় বড় কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ কয়েকজন বক্তা।
বাণিজ্য সচিব বলেন, “ব্যবসায়ের ক্ষেত্রে বড় বড় সব বাধা ইতোমধ্যে দূর হয়েছে। আমি মনে করি, আমরা আরও এগিয়ে যাব। ভারত যদি পশ্চিমা অনেক দেশেও বড় বিনিয়োগকারী। তাহলে প্রতিবেশী দেশে কেন নয়?
“বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নীতি এখন অনেক উদার। দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে, ভারতের বড় বিনিয়োগকারীরা বাংলাদেশকে তাদের গন্তব্য হিসাবে ভাবতে পারে।”
ভারতের হাই কমিশনার দোরাইস্বামী বলেন, “রেগুলেটরি বাধা কমানো, সীমান্তে কাস্টমস সহজ করা এবং লজিস্টিকস সহজ করা দরকার। বাংলাদেশে ভারতের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। কারণ, তারা জানে, বাংলাদেশ অর্থনীতি খুবই অগ্রসরমান।”
আয়োজকরা জানান, ৫০টির বেশি ভারতীয় কোম্পানি প্রদর্শনীতে অংশ নেবে। এতে দেশটির হস্তশিল্প, তাঁত, তুলা, পাট, গৃহস্থালী সামগ্রী, প্লাস্টিক সামগ্রী, প্রকৌশল সামগ্রী, খাদ্য ও কৃষি পণ্য (মসলা, চা ও কফি, ইত্যাদি) এবং নির্মাণ সামগ্রী প্রদর্শন করা হবে।
এছাড়া বিভিন্ন ধরনের পণ্য, যেমন- সিরামিক, হোমওয়্যার এবং কিচেন ওয়্যার, অ্যালুমিনিয়াম, রঙ ও কালি, কৃষি উপকরণ এবং সংশ্লিষ্ট পণ্যও প্রদর্শনীতে থাকবে।
ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশ ও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (এফআইইও)’। প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই)।
অন্যদের মধ্যে আইবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমদ, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, এফআইইও সহসভাপতি খালিদ খান অনুষ্ঠানে বক্তব্য দেন।
-
পেঁয়াজের বাজারে ‘কারসাজি’, আমদানির সুপারিশ
-
বিশ্বজুড়ে ব্যাহত শস্য উৎপাদন, সহসাই কমছে না খাবারের দাম
-
বন্যাদুর্গতদের সেবায় বিকাশের ফ্রি হেলথ ক্যাম্প
-
এবি ব্যাংক ও বিকাশে টাকা আনা নেওয়া করা যাবে
-
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম অনুষ্ঠিত
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
-
রাতারাতি বড়লোক হবার মানসিকতা ত্যাগ করুন: রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?