ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু বুধবার
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2022 11:48 PM BdST Updated: 21 Jun 2022 11:48 PM BdST
-
ফাইল ছবি
ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে বুধবার; যেটির মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা ‘ট্রাক সেলের’ কার্যক্রমের ইতি ঘটছে।
এ কার্যক্রমের আওতায় সুলভ মূল্যে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল সরবরাহ করার লক্ষ্য নিয়েছে সরকার।
এতদিন টিসিবি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে ডিলারদের মাধ্যমে সুলভ মূল্যে সবার জন্য পণ্য বিক্রি করত। নিম্ন আয়ের মানুষের জন্য নেওয়া নতুন কর্মসূচি ‘ফ্যামিলি কার্ডের’ মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই কার্যক্রম এখন বন্ধ হচ্ছে।
মঙ্গলবার টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্যামিলি কার্ডধারীদের মাঝে ঢাকাসহ সারাদেশে একযোগে পণ্য বিপণন শুরু হবে বুধবার, যা চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
“বন্যার কারণে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় বিক্রি শুরু হবে ২৬ জুন।”
তিনি জানান, ফ্যামিলি কার্ডধারী একজন ব্যক্তি বা পরিবার ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
“এই সময়ের মধ্যে একজন কার্ডধারী একবারই এসব পণ্য কিনতে পারবেন,” যোগ করেন তিনি।
টিসিবির চেয়ারম্যান জানান, ঢাকায় দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ছয় লাখ এবং উত্তর সিটি করপোরেশনের জন্য পাঁচ লাখ কার্ড বরাদ্দ করা হয়েছে।
“দুই সিটি থেকে এখনও ফ্যামিলি কার্ডের নামের পূর্ণাঙ্গ তালিকা আসেনি। ৭৫ শতাংশ ভোক্তার তালিকা এসেছে। আশা করছি, আগামী ৫ জুলাইয়ের মধ্যে তালিকার বাকি নাম চলে আসবে,” বলেন তিনি।
-
পেঁয়াজের বাজারে ‘কারসাজি’, আমদানির সুপারিশ
-
বিশ্বজুড়ে ব্যাহত শস্য উৎপাদন, সহসাই কমছে না খাবারের দাম
-
বন্যাদুর্গতদের সেবায় বিকাশের ফ্রি হেলথ ক্যাম্প
-
এবি ব্যাংক ও বিকাশে টাকা আনা নেওয়া করা যাবে
-
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম অনুষ্ঠিত
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
-
রাতারাতি বড়লোক হবার মানসিকতা ত্যাগ করুন: রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?