বাবা দিবসে অনাথ শিশুদের পাশে ফ্রেশ ‘হ্যাপি ন্যাপি’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের ফ্রেশ ‘হ্যাপি ন্যাপি’ প্যান্ট ডায়াপার বিক্রির একটি অংশ দেশের অনাথ শিশুদের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2022, 08:09 PM
Updated : 18 June 2022, 08:09 PM
এবারের বাবা দিবস উপলক্ষে বাবার স্নেহ বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে দেশের অন্যতম শিল্পগ্রুপ মেঘনা এই উদ্যোগ নিয়েছে বলে কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় পৌঁছে দেওয়া হচ্ছে অনাথ শিশুদের কল্যাণে।

ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপারের ফেইসবুক পেইজে এ বিষয়ে একটি বিজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসওএস শিশু পল্লীর সমীক্ষা অনুযায়ী, দেশে অনাথ শিশুর সংখ্যা প্রায় ৪৪ লাখ। এই বিপুল সংখ্যক অনাথ শিশুর জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ থাকলেও, তাদের কল্যাণের জন্য তা এখনও যথেষ্ট নয়। তাদের পাশে দাঁড়াতে, বাবা দিবসে ফ্রেশ হ্যাপি ন্যাপি প্যান্ট ডায়াপার এ উদ্যোগ নিয়েছে।

নিজের সন্তানদের পাশাপাশি অনাথ শিশুদের নিয়েও সবাইকে ভাবার অনুরোধ জানিয়েছে মেঘনা গ্রুপ।