জাতীয় ফল মেলা আরও দুদিন

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে চলমান জাতীয় ফল মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2022, 08:02 PM
Updated : 18 June 2022, 08:02 PM

গত বৃহস্পতিবার শুরু হওয়া ফল মেলা শনিবার শেষ হওয়ার কথা ছিল। এদিন কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা চলবে সোমবার পর্যন্ত।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া বলেন, “দুই দিনের টানা বৃষ্টির কারণে মেলায় দর্শনার্থীদের আগমন ব্যাহত হয়েছে। সে কারণে ক্রেতা-দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় মেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে।”

ফল মেলার এবারের প্রতিপাদ্য হল ‘বছরব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুইই আসে’। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।

সরকারি ও বেসরকারি মিলে ৬৭টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন মেলায় আসা দর্শনার্থীরা।