হজ কার্যক্রম: ব্যাংক খোলা শনিবারও

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবারও খোলা থাকবে কিছু ব্যাংক শাখা ও উপশাখা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2022, 12:17 PM
Updated : 16 June 2022, 12:17 PM

হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখা ও উপশাখা সারা দেশে খোলা রাখতে বৃহস্পতিবার এক সার্কুলারে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগেও ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক শনিবার ব্যাংক খোলা রাখতে বলে। গত ১১ জুন ও ২৮ মে শনিবারও হজ সংশ্লিষ্ট শাখা খোলা রাখা হয়।

বৃহস্পতিবারের সার্কুলারে বলা হয়, “সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাসমূহ সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৮ জুন সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।”

হজ এজেন্সিগুলোর অর্থ লেনদেন, হজযাত্রীদের ডলার এনডোর্সমেন্ট ও আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা রাখতে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে ওই চিঠি দিয়েছিল।