আইডিআরএ’র নতুন চেয়ারম্যান জয়নুল বারী
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jun 2022 04:37 PM BdST Updated: 15 Jun 2022 04:37 PM BdST
-
মোহাম্মদ জয়নুল বারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হলেন সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ জয়নুল বারীকে তিন বছরের জন্য এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সেখানে বলা হয়, “তার অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”
চেয়ারম্যানের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্ত সম্পাদিত চুক্তির মাধ্যমে ঠিক করা হবে বলে এতে উল্লেখ করা হয়।
জয়নুল বারী আইডিআরএ চেয়ারম্যান পদে এম মোশাররফ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নানা আলোচনার মধ্যে মোশাররফ মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।
পরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার এক প্রজ্ঞাপনে তা গৃহীত হওয়ার কথা জানিয়ে আইডিআরএ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে। তার পর নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণা আসে।
বিসিএস (প্রশাসন) নবম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জয়নুল বারী ২০২১ সালের জানুয়ারিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এরপর বদলি করে তাকে নিয়ে যাওয়া হয় পরিকল্পনা বিভাগে।
এর আগে তিনি বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গতবছরের
গত ১৪ অক্টোবরে অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন এই সরকারি কর্মকর্তা। এখন তাকে চুক্তিতে নতুন দায়িত্বে ফেরানো হল।
-
পেঁয়াজের বাজারে ‘কারসাজি’, আমদানির সুপারিশ
-
বিশ্বজুড়ে ব্যাহত শস্য উৎপাদন, সহসাই কমছে না খাবারের দাম
-
বন্যাদুর্গতদের সেবায় বিকাশের ফ্রি হেলথ ক্যাম্প
-
এবি ব্যাংক ও বিকাশে টাকা আনা নেওয়া করা যাবে
-
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম অনুষ্ঠিত
-
ইলেকট্রিক মোটরসাইকেলের জোয়ার এশিয়াজুড়ে
-
রাতারাতি বড়লোক হবার মানসিকতা ত্যাগ করুন: রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির ১০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পাকিস্তান ম্যাচ দিয়ে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
- কোভিড: সংক্রমণ বাড়ছে মাস্ক পরা বাধ্যতামূলক, মানতে হবে বিধিনিষেধ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?