গুয়াহাটিতে হাতিলের নতুন বিক্রয়কেন্দ্র

ভারতে হাতিল ফার্নিচারের ২৬তম বিক্রয়কেন্দ্র চালু হল আসাম রাজ্যের গুয়াহাটিতে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2022, 01:01 PM
Updated : 14 June 2022, 01:01 PM

৪৫০০ বর্গফুট আয়তনের এ কেন্দ্র সোমবার উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাতিল।

অনুষ্ঠানে হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যেও ২০১৩ সাল থেকে গুণগত মান বজায় রেখে স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে আসবাবপত্র সরবরাহ করছে তাদের কোম্পানি। ভারত বিশ্বের বৃহত্তম আসবাবপত্র বাজারগুলোর একটি, সেখানে প্রতিযোগিতাও অনেক বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী, চলচিত্র নির্মাতা ও সমাজকর্মী অ্যামি বড়ুয়া।

হাতিলের এই নতুন শোরুম পরিচালনা করবে ফ্র্যাঞ্চাইজি পার্টনার কে থ্রি হরাইজন।

এর আগে ভারতের মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু এবং কাশ্মীসহ বিভিন্ন রাজ্যে পঁচিশটি শোরুম চালু করে হাতিল।