জাতীয় পরিবেশ পদক পেল কনকর্ড

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে ভূমিকার জন্য জাতীয় পরিবেশ পদক পেয়েছে কনকর্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2022, 02:19 PM
Updated : 10 June 2022, 02:19 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কনকর্ড জানিয়েছে, সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর হাত থেকে পরিবেশ পদক নেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোড়ামাটির ইটের ব্যবহার বন্ধে ১৯৯৮ সালে কনকর্ড পরিবেশবান্ধব ইট, ব্লক, টাইলস নির্মাণের কারখানা তৈরি করে।

২০০৯ সাল থেকে জাতীয় পরিবেশ পদক দিচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।