ওয়েবওএস টিভির নিবন্ধিত ওইএম হল ওয়ালটন
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2022 11:49 PM BdST Updated: 26 May 2022 11:49 PM BdST
মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম সম্পন্ন ওয়েবওএস টিভির নিবন্ধন করা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স- ওইএম হল ওয়ালটন।
এর ফলে ওয়েবওএস টিভির যেকোনো ওইএম বা অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার্স-ওডিএম এর অংশীদারদের চাহিদা মেটাতে পারবে ওয়ালটন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম এবং একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়া ভিত্তিক এলজি ইলেকট্রনিক্সের (এলজিই) ওয়েবওএস টিভির প্ল্যাটফর্ম বিজনেস ইউনিটের কাছ থেকে ‘লিডিং ওইএম ফ্যাক্টরি’ হিসেবে এই স্বীকৃতি অর্জন করেছে ওয়ালটন।
চিফ বিজনেস অফিসার (সিবিও) প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, “গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী ফিচারের মাধ্যমে স্মার্ট টিভির নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন।
“তাই, ওয়ালটন অর্জন করেছে ওয়েবওএস টিভির প্রথম বাংলাদেশি লাইসেন্সড ম্যানুফ্যাকচারারের স্বীকৃতি। গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির মতো ওয়ালটন এখন দেশেই ওয়েবওএস টিভি উৎপাদন ও বাজারজাত করবে।”
ওয়েবওএস হলো গ্রাহকবান্ধব মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। যা তৈরি করেছে এলজিই। বিভিন্ন দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্র্যান্ডের টিভিতে ওয়েবওএস প্লাটফর্ম ব্যবহারের লক্ষ্যে তাদেরকে লাইসেন্সড পার্টনার করেছে এলজিই।
সম্প্রতি তারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় বাজারের জন্য ওয়ালটনকে তাদের একটি লিডিং ‘ওডিএম ফ্যাক্টরি’ হিসেবে ঘোষণা করেছে।
সম্প্রতি এলজি ইলেকট্রনিক্স ইনকরপোরেশন এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে একটি চুক্তি হয়। এর পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এলজি এবং ওয়ালটন কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স ইনকরপোরেশনের সাং জুন জিওন, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং ওয়ালটন টিভির সিবিও মোস্তফা নাহিদ হোসেন।
-
ডিজিটাল হাটে কেনা গরু পছন্দ না হলে ‘ফেরতও দেওয়া যাবে’
-
ওয়ালটন টিভিতে মূল্যছাড়
-
রপ্তানি আয়ে ৫২ বিলিয়ন ডলারের মাইলফলক
-
পোশাক শিল্প এলাকায় শুক্র-শনি ব্যাংক খোলা
-
ব্রিটিশ ঋণ পেল আরএফএল ইলেকট্রনিক্স
-
বানভাসিদের পাশে গণসাক্ষরতা অভিযান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
-
ইভ্যালি: রাসেল-শামীমার নামে অর্থ আত্মসাতের নতুন মামলা
-
জুলাই মাসে এলপিজির দাম বাড়ল কেজিতে ১ টাকা
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং