নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের আঞ্চলিক কার্যালয় হবে ভারতে

ভারত এবং বাংলাদেশের অবকাঠামো নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণের জন্য গুজরাটে আঞ্চলিক কার্যালয় করবে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট- ব্রিকসের প্রতিষ্ঠা করা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2022, 03:55 PM
Updated : 20 May 2022, 04:02 PM

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ব্যাংকটির প্রেসিডেন্ট মারকোস ট্রয়ো এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, “ঋণ গ্রহীতা এবং অংশীদারদের সঙ্গে সম্পর্ক বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে ভারতীয় আঞ্চলিক কার্যালয়।”

ভারতে এ পর্যন্ত ৭১০ কোটি ডলারের ২১টি প্রকল্প অনুমোদন দিয়েছে এনডিবি।

বৃহস্পতিবার ভিডিও লিঙ্কে এনডিবির বোর্ড অব গভর্নরসের সপ্তম বার্ষিক সভায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, উদীয়মান বাজার অর্থনীতিতে ব্যাংকটি সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক-এনডিবি।

সে সময় বলা হয়েছিল, এসব দেশে অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বিকল্প হয়ে উঠতে পারে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক।

গত বছর বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং উরুগুয়ে এনডিবির সদস্য হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে ৩০ বিলিয়ন ডলারের বেশি ঋণ সহায়তা দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।

আরও পড়ুন