‘জিপি অ্যাকাডেমি’ উন্মোচন

ডিজিটাল ভবিষ্যতের জন্য তরুণদের প্রস্তুত করতে টেলিনর ও সিসকোর সঙ্গে অংশীদারিত্বে গ্রামীণফোন উন্মোচন করেছে ‘জিপি অ্যাকাডেমি’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2022, 07:01 PM
Updated : 18 May 2022, 07:01 PM

বুধবার ঢাকায় জিপি হাউজে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, জিপি অ্যাকডেমির কোর্সগুলো তরুণদের অ্যাকাডেমিক জ্ঞানের সাথে অন্যান্য ভবিষ্যৎ উপযোগী দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, “বেসরকারি খাতে এ ধরনের উদ্যোগ তরুণদের আরো দক্ষ করতে এবং তাদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে কার্যকর হবে।"

টেলিনর গ্রুপের ইভিপি ও চিফ পিপল অ্যান্ড সাসটেইনিবিলিটি অফিসার সিসিলি হিউচ বলেন, টেকসই ভবিষ্যৎ গড়তে ভবিষ্যৎমুখী কর্মদক্ষতা তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“এ প্রচেষ্টা বাংলাদেশের তরুণদের ডিজিটাল দক্ষতা বিকাশে, ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করতে এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক কর্মশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিসকো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ফখরুদ্দিন আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান।