‘স্বপ্ন’র রপ্তানি শুরু

বাংলাদেশের রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এবার দেশের বাইরে সবজি ও ফল রপ্তানি শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2022, 04:41 PM
Updated : 17 May 2022, 04:41 PM

গত রোববার হংকংয়ে স্বপ্নের দ্বিতীয় চালানটি গেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ পটল, ঢেঁড়শ, কাঁচা আম, আলু, করলাসহ ২৬ ধরনের সবজি ও ফল হংকংয়ে প্রথমবারের মতো রপ্তানি করে ‘স্বপ্ন’। 

স্বপ্ন’র এক্সপোর্ট ইনিশিয়েটিভের অ্যাডভাইজার ও টিম লিডার সাইফুল আলম জানান, ‘স্বপ্ন’ এখন থেকে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সাত ধরনের পণ্য রপ্তানি করতে পারবে।

“গত রোববার যে এক্সপোর্ট হংকং মার্কেটে করা হয়, তার মধ্যে স্বপ্ন’র গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউ রয়েছে। এছাড়া সাতক্ষীরার ১০০ কেজি আমও পাঠানো হয়। স্বপ্ন’র গ্লোবাল গ্যাপ উদ্যোগে ইউএসএআইডি বিশেষ সহযোগিতা করেছে।”

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আম রপ্তানিতে সহযোগিতা করেছে বলে জানান তিনি।