টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ১৫% ক্যাশব্যাক

অনলাইনে শিক্ষার্থীদের শেখা আরও সাশ্রয়ী করতে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের বিভিন্ন কোর্সে বিকাশ দিয়ে অর্থ পরিশোধ করলে ১৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 01:50 PM
Updated : 16 May 2022, 01:50 PM

সোমবার মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টেন মিনিট স্কুলের ঘরে বসে স্পোকেন ইংলিশ, আইইএলটিএস কোর্স বাই মুনজেরিন শহীদ, ২৪ ঘণ্টায় কোরআন শিখি, মাইক্রোসফট এক্সেল, ঘরে বসে ফ্রিল্যান্সিং, এইচএসসি ২০২২ শেষ মুহূর্তের প্রস্তুতি, এইচএসসি শর্ট সিলেবাস ২০২৩ ক্র্যাশ কোর্স এবং বিসিএস প্রিলি কোর্সগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন ১৫ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

টেন মিনিট স্কুল থেকে সেবা পেতে শিক্ষার্থীদের অ্যাপ ও ওয়েবসাইটে নির্দিষ্ট কোর্স বাছাই করে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করতে হবে। পরে নম্বর, ওটিপি ও পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।

একজন গ্রাহক অফার চলাকালীন সর্বোচ্চ তিনবার এ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অফারটি ৩০ মে পর্যন্ত পাওয়া যাবে।