ভারত রপ্তানি বন্ধের পর আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে গমের দাম
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 12:06 PM BdST Updated: 16 May 2022 01:35 PM BdST
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
-
ছবি: রয়টার্স
ইউক্রেইন যুদ্ধের জেরে এমনিতেই বাজার ছিল চড়া, এর মধ্যে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে এ খাদ্যপণ্যটির দাম লাফিয়ে বেড়েছে।
বিশ্বের গম কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র যুক্তরাষ্ট্রের শিকাগোর বাজারে গমের মূল্য সূচক ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর বিশ্ব বাজারে গমের দাম ৬০ শতাংশ বেড়েছে যার প্রভাবে রুটি, নুডলস থেকে শুরু করে গমজাত সব পণ্যের দামই বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে আমদানিনির্ভর সব দেশেই।

ছবি: রয়টার্স
ভারতের সরকার জানিয়েছে, গম রপ্তানির ওপর এরই মধ্যে যেসব ঋণপত্র ছাড় করা হয়েছে সেগুলোর ভিত্তিতে ওই পরিমাণ গম রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া যেসব দেশের জরুরি খাদ্য প্রয়োজন, কেবল তাদের সরকারিভাবে গম রপ্তানি করা হবে। এর বাইরে সাধারণ সব রপ্তানি বন্ধ।
জি সেভেন জোটের দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপানের কৃষিমন্ত্রীরা জার্মানিতে এক বৈঠকে ভারতের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
জার্মানির খাদ্য ও কৃষিমন্ত্রী কেম ওসডেমির বলেন, “যদি সবাই রপ্তানিতে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ দিতে শুরু করে তাহলে সংকট আরও খারাপের দিকে যাবে।”
ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ গম উৎপাদনকারী দেশ। তবে বেশিরভাগ গম নিজেদের বাজারেই বিক্রি হয়ে যেত বলে তারা বড় রপ্তানিকারক ছিল না।

ছবি: রয়টার্স
আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা আশা করেছিলেন, ভারত হয়ত ওই ঘাটতি অনেকটা পূরণ করতে পারবে। নিষেধাজ্ঞা আরোপের আগে ভারতও এ বছর রেকর্ড এক কোটি টন গম রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু নিষেধাজ্ঞা পরিস্থিতি ফের বদলে দিয়েছে।
জাতিসংঘ (ইউএন) জানিয়েছে, ইউক্রেইনে যুদ্ধের প্রভাবে মার্চে বৈশ্বিক খাদ্য মূল্য রেকর্ড গড়েছে। এপ্রিলে তা সামান্য কমলেও গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেশি ছিল।
বিশ্বে সবচেয়ে বেশি সূর্যমুখী তেল উৎপাদন করত ইউক্রেইন। যুদ্ধের কারণে সেখান থেকে রপ্তানি বন্ধ। এর প্রভাবে বিকল্প ভোজ্যতেলগুলোরও দাম বেড়ে গেছে। খাদ্যপণ্যের বাজার তাতে আরও চড়েছে।
ভুট্টা ও গমেরও বড় উৎপাদক ইউক্রেইন। এসব পণ্যের সরবরাহে টান পড়ায় হঠাৎই দাম ব্যাপক বেড়ে গেছে।

ছবি: রয়টার্স
এর ফলে ঋণ নিতে এখন খরচ বেশি পড়বে, যা বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে। সব মিলিয়ে বিশ্ব অর্থনৈতি মন্দার দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন কয়েকজন অর্থনীতির বিশ্লেষক।
বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংক গ্রুপ গোল্ডম্যান স্যাকসের ওয়াল স্ট্রিট বিনিয়োগ ব্যাংকিং বিভাগের জ্যেষ্ঠ চেয়ারম্যান লয়ড ব্ল্যানকফেইন বলেন, “বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার খুবই, খুবই উচ্চ ঝুঁকি রয়েছে।”
গোল্ডম্যান স্যাকস চলতি বছর ও পরের বছরের জন্য যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধির যে পূর্বাভাস, তা কমিয়ে দেওয়ার দিনেই যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএসে ওই মন্তব্য করেছেন ব্ল্যানকফাইন।
-
ঈদের ছুটির আগে শ্রমিকদের বোনাসসহ বেতন দেওয়ার নির্দেশ
-
ডিজিটাল হাটে কেনা গরু পছন্দ না হলে ‘ফেরতও দেওয়া যাবে’
-
ওয়ালটন টিভিতে মূল্যছাড়
-
রপ্তানি আয়ে ৫২ বিলিয়ন ডলারের মাইলফলক
-
পোশাক শিল্প এলাকায় শুক্র-শনি ব্যাংক খোলা
-
ব্রিটিশ ঋণ পেল আরএফএল ইলেকট্রনিক্স
-
বানভাসিদের পাশে গণসাক্ষরতা অভিযান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
-
ইভ্যালি: রাসেল-শামীমার নামে অর্থ আত্মসাতের নতুন মামলা
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক