পণ্য নিয়ে এ মাসে নামছে না টিসিবির ট্রাক
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2022 10:02 PM BdST Updated: 15 May 2022 10:42 PM BdST
-
ফাইল ছবি
সয়াবিন তেলসহ নিত্য পণ্য নিয়ে টিসিবির ট্রাকের সোমবার নামার কথা থাকলেও তা নামছে না।
বৃহস্পতিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডে পণ্য বিপণনের প্রস্তুতির জন্য এই মাসে ট্রাক সেল হবে না।
টিসিবির ট্রাক সেলে ১১০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রির কথা ছিল, যেখানে বাজারে দাম ২০০ টাকার কাছাকাছি।
এছাড়া টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল।
গত এপ্রিল মাসের শেষে রোজার মধ্যে ট্রাক সেলে বিপণন বন্ধ করার পর ঈদের সরকারি এই সংস্থা জানিয়েছিল, ১৬ মে থেকে সারাদেশে সব মহানগরী, জেলা ও উপজেলায় ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে বিক্রি শুরু হবে।
টিসিবির সয়াবিন তেলের দাম বাড়ছে না
তা শুরুর এক দিন আগে বিক্রি স্থগিতের ঘোষণা এল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ বাস্তবায়নের জন্য চলতি মাসের ১৬ থেকে ৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবি ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি দেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং বরিশাল সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
“ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর থেকে শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য সামগ্রী বিক্রি হবে।”
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখার লক্ষ্যে টিসিবি ডিলারদের মাধ্যমে ট্রাকের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করত।
ট্রাক সেল মে মাসের জন্য স্থগিতের ঘোষণা দেওয়া হলেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ শুরুর পর জুন মাসে তা পুনরায় শুরু করা হবে কি না, তা স্পষ্ট করেনি টিসিবি।
-
অনলাইন হাটে এবার বিক্রি কম
-
ঈদের আগে কলমানিতে সুদহার আরও বাড়ল
-
ক্রেতার অপেক্ষায় গাবতলী পশুর হাট
-
সরে গেলেন রুমী আলী, নতুন চেয়ারম্যান হয়নি এবি ব্যাংকে
-
রুকমীলা জামান ইউসিবির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত
-
ভিশনের নতুন ওয়াটার পিউরিফায়ার বাজারে
-
সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
-
ডিজিটাল ডিভাইস হবে প্রধান রপ্তানি পণ্য: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি