ঈদে মার্সেল টিভি বিক্রি বেড়েছে ১৬২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2022 10:17 PM BdST Updated: 11 May 2022 10:17 PM BdST
এবারের রোজার ঈদে মার্সেল টিভি বিক্রি আগের বছরের চেয়ে প্রায় ১৬২ শতাংশ বেড়েছে।
গত রোজায় মার্সেল বাজারে আনে নতুন মডেলের বেসিক এলইডি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি। সেই সঙ্গে ঈদ উপলক্ষে টিভির ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেয়। এতে ঈদে মার্সেল টিভির বিক্রি অনেক বাড়ে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।
মার্সেলের হেড অব সেলস মো. সাখাওয়াৎ হোসেন জানান, রোজার ঈদকে কেন্দ্র করে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারের এলইডি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্টটিভি বাজারে ছাড়ে মার্সেল, যা বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাজারে মার্সেলের বিভিন্ন সাইজের মোট ১৬টি মডেলের বেসিক এলইডি এবং গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্টটিভি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২৪, ৩২, ৪০ ও ৪৩ ইঞ্চির বেসিক এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯০০ টাকা থেকে ৩৪ হাজার টাকায়।
আর গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড স্মার্টটিভির মধ্যে ৩২ ইঞ্চি ২৬ হাজার ৯০০ টাকায়, ৪০ ইঞ্চি ৩৪ হাজার ৯০০ টাকায় এবং ৫৫ ইঞ্চি ৯৪ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে।
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে