‘ঈদ সালামি’ অফারের সময় বাড়াল মিনিস্টার গ্রুপ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 May 2022 07:01 PM BdST Updated: 11 May 2022 07:01 PM BdST
রোজার ঈদ উপলক্ষে চালু মিনিস্টার পণ্যের ‘ঈদ সালামি অফার সিজন-২’ এর সময় বাড়ানো হয়েছে।
আগামী কোরাবানির ঈদের দিন পর্যন্ত ওই সুযোগ থাকছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এ অফার চলাকালীন মিনিস্টারের যেকোনো পণ্য কিনে একজন গ্রাহক সর্বোচ্চ নগদ ১১ লাখ টাকা পর্যন্ত জেতার সুযোগসহ পণ্যের উপর নিশ্চিত উপহার পেতে পারেন।
অনলাইনের পাশাপাশি শোরুমগুলোতেও চলছে এ অফার।
‘ঈদ সালামি অফার সিজন-২’ সময় বাড়ানোর বিষয়ে মিনিস্টার গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, “ঈদ উপলক্ষে সবার মাঝে নতুন পণ্য ক্রয় করার আগ্রহ বাড়ে। সেই বিষয়টি লক্ষ্য করে মিনিস্টারের চালু করা ‘ঈদ সালামি অফার সিজন-২’ আসন্ন ঈদুল আজহা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। যাতে গ্রাহক আনন্দের সাথে মিনিস্টারের পণ্য ক্রয় করতে পারে।”
এদিকে মিনিস্টার এসি কিনতে ‘এক্সচেঞ্জ’ অফার চালু করেছে কোম্পানিটি।
এ অফারে গ্রাহক পুরানো এসি পাল্টে এ ব্র্যান্ডের নতুন এসি কিনতে পারবেন, সঙ্গে থাকছে ৩০ শতাংশ মূল্যছাড়।
এছাড়া কোনো ডাউন পেমেন্ট ছাড়া সহজ কিস্তিতে মিনিস্টার এসি কেনার সুযোগও রয়েছে।
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে