উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ২৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2022 10:10 PM BdST Updated: 10 May 2022 10:10 PM BdST
বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান তৈরি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখায় শিল্প ও সেবা খাতের ২৬টি কোম্পানি এবারের উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে।
শিল্প মন্ত্রণালয় ২০২০ সালের পুরস্কারের জন্য নির্বাচিত এসব কোম্পানির নাম ঘোষণা করে রোববার গেজেট প্রকাশ করেছে।
পাঁচ ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার দেওয়া হচ্ছে এবার।
এছাড়া ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ‘ইন্সটিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডের’ জন্য মনোনীত করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম জানান, পুরস্কার বিতরণের সময় এখনও নির্ধারণ করা হয়নি।
রোববার প্রকাশিত গেজেটে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং রাষ্ট্রায়ত্ত্ব শিল্প- এ পাঁচ ক্যাটাগরিতে খাত ও উপখাতভিত্তিক ২৬টি কোম্পানির নাম ঘোষণা করা হয়।
কোম্পানিগুলো হল-
বৃহৎ শিল্প
>> খাদ্য শিল্প: ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড
>> ইস্পাত ও প্রকৌশল: ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, শেলটেক প্রাইভেট লিমিটেড, রানার অটোমোবাইলস লিমিটেড
>> টেক্সটাইল ও তৈরি পোশাক: এনভয় টেক্সটাইলস লিমিটেড, পাহাড়তলী টেক্সটাইলস অ্যান্ড হোসিয়ারি মিলস ও করণী নিট কম্পোজিট লিমিটেড
>> সেবা: নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মীর টেলিকম লিমিটেড ও ডিজিকন টেকনোলজিস লিমিটেড
>> তথ্যপ্রযুক্তি: সার্ভিস ইঞ্জিন লিমিটেড
>> রসায়ন: প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, স্কয়ার টয়েল্ট্রিজ লিমিটেড।
মাঝারি শিল্প
>> ইস্পাত ও প্রকৌশল: সিলভান টেকনোলজিস লিমিটেড
>> টেক্সটাইল ও তৈরি পোশাক: মাসকোটেক্স লিমিটেড ও ইনডেক্স এক্সেসরিজ লিমিটেড
>> তথ্যপ্রযুক্তি: মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড
>> রসায়ন: বিআরবি পলিমার লিমিটেড ও জিএমই এগ্রো লিমিটেড
ক্ষুদ্র শিল্প
>> আহমেদ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড, মেসার্স তোহফা এন্টারপ্রাইজ ও জারমার্টজ লিমিটেড
মাইক্রো শিল্প
>> সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড
রাষ্ট্রায়ত্ত শিল্প
>> ইস্টার্ন টিউবস লিমিটেড।
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে