ফ্যান্টাসি কিংডমে ভিড়ের সঙ্গে ছাড়ের প্যাকেজ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2022 12:18 AM BdST Updated: 10 May 2022 12:18 AM BdST
কোভিড মহামারীতে দুই বছর পর বিধি-নিষেধহীন ঈদের মধ্যে বিনোদন কেন্দ্রগুলো উঠেছে জমে, এর মধ্যে বিভিন্ন প্যাকেজে মূল্যছাড়ের কথা জানিয়েছে ফ্যান্টাসি কিংডম।
সোমবার ফ্যান্টাসি কিংডমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন থেকে টানা পাঁচ দিন বিপুল দর্শনার্থীর ভিড় ছিল ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে।
এই বিনোদন কেন্দ্রের মালিকানা কর্তৃপক্ষ কনকর্ড এন্টারটেইমেন্টের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এম মাহফুজুর রহমান বলেন, “এবারের ঈদে সবাই যাতে পরিপূর্ণ ঈদ আনন্দ করতে পারে সেই দিকে লক্ষ রেখে বিভিন্ন কম্বো প্যাকেজ মূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।”
আশুলিয়ার এই কমপ্লেক্সে রয়েছে ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং (গো কার্ট), রিসোর্ট আটলান্টিস।

খাবারের জন্য পার্কের ভেতরে রয়েছে আশু ক্যাসল ও ওয়াটার টাওয়ার ক্যাফে, লিয়া রেস্টুরেন্ট। এছাড়া পুরো পার্কের ভেতর ছড়িয়ে রয়েছে আরও অনেক ছোট ছোট ফুড কোর্ট।
মাহফুজুর বলেন, “(ঈদের সময়) দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই যাতে নির্বিঘ্নে বিনোদন উপভোগ করতে পারে, আমরা সেইদিকে বিশেষ নজর রেখেছি।
“যে কোনো ধরনের সহিংসতা এড়াতে সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি ছিল আমাদের বিশেষ নিরাপত্তাকর্মী।”
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে