আওয়ামী লীগের সম্মেলন, তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আখাউড়ায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কারণে শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার নোটিস দিয়েছে ব্যবসায়ীদের দুই সংগঠন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2022, 08:37 AM
Updated : 11 March 2022, 08:37 AM

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফার স্বাক্ষরে বৃহস্পতিবার ওই নোটিস বন্দর কর্তৃপক্ষকেও পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, আখাউরা পৌরসভার মেয়র এবং স্থলবন্দরকেন্দ্রীক ওই দুই সংগঠনের প্রধান উপদেষ্টা তাকজিল খলিফা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় শনিবার নির্বাচনের দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, যাতে সম্মেলনের দিন আমদানি-রপ্তানিকারকরাসহ সব শ্রমিক উপস্থিত থাকতে পারেন।বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এভাবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার নোটিস দেওয়া যায় কি না প্রশ্ন করলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা বিডিনিউজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র তাকজিল খলিফা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক। সকল সদস্য ও শ্রমিকদের অনুরোধে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।''

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সম্মেলনের দিন শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পরদিন থেকে যথারীতি তাদের কাজ চলবে।

এ বিষয়ে মেয়র তাকজিল খলিফার বক্তব্য জানতে তাকে কয়েক দফা ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

দেশের অন্যতম বড় এ স্থলবন্দর দিয়ে বছরে প্রায় ৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয় ভারতে। বর্তমানে ভারত থেকে গম আমদানি হচ্ছে এ বন্দর দিয়েই।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “'আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে আমরা কোনো নোটিস দিইনি।তবে ব্যবসায়ী সংগঠনের দেওয়া নোটিসের কথা আমরা জানতে পেরেছি। এটা আমাদের কোনো বিষয় নয়।”